কিভাবে দ্রুত প্রশ্ন করা যায়
নিচের দুটি নিয়ম মনে রাখলেই সহজে এবং দ্রুত প্রশ্ন করা যায়ঃ
১) প্রশ্নটি কি দিয়ে শুরু হলো, অর্থাৎ কখন, কিভাবে, কি, কতজন ইত্যাদি (Start with what, i.e When, How, What, Ho many etc.)
২) উক্ত বাক্যের Subject কয়টি।
কখন Do verb (Do, Does, Did) ব্যবহার হয়?
Sentence বা বাক্যে কাজ বোঝালে Do verb এবং এরকম বাক্য Spoken-এ শতকরা ৯০ ভাগ, আর কাজ না বোঝালে Be verb-এর এরকম বাক্য Spoken-এ শতকরা ১০ ভাগ ব্যবহার হয়।
# Subject যদি একটি (One) হয় ( ব্যতিক্রম- I, You): (-) এর (?) বাক্যের ক্ষেত্রে Does বসে এবং (+) বাক্যের ক্ষেত্রে Verb-এর সাথে ‘s’ বা ‘es’ হবে। যেমন-
- সে খেলে।
= He plays.
- সে খেলে না।
= He does not play.
- সে কি খেলে?
= Does he play?
# Subject যদি একটি অধিক হয়: (-) এর (?) বাক্যের ক্ষেত্রে Do বসে এবং (+) বাক্যের ক্ষেত্রে Verb-এর সাথে ‘s’ বা ‘es’ হবে না। যেমন-
- তারা খেলে।
= They play.
- তারা খেলে না।
= They don't play.
- তারা কি খেলে?
= Do the play?
# কিভাবে Do এবং Does সঠিক ভাবে এবং দ্রুত বাক্যে ব্যবহার করেবনঃ
# Do এর ব্যবহারঃ
Do - your children
Do - they
Do - he and his brother
Do - the people
Do - mum and Jan
Do - your sisters
Do - your parents
Do - his brothers
Do - Dip and Rokey
Do - their children
Do - his sister's children
(বিঃদ্রঃ ওপরের বাক্যগুলো Subject সব সময় একের অধিক। ব্যতিক্রম Do - you)
# Does এর ব্যবহারঃ
Does - he
Does - she
Does - Karim
Does - mum
Does - Dip
Does - Jan
Does - your father
Does - your son
Does - your daughter
Does - your sister
Does - his brother
Does - his mother
Does - it
Does - my son
Does - the building
Does - Dip's Father
Does - his sister's son
(বিঃদ্রঃ ওপরের বাক্যগুলো Subject সব সময় একটি বা একজন।
No comments:
Post a Comment