IELTS এর প্রস্তুতি কিভাবে শুরু করবেন?
এক মাস সময় থাকলে:
এক মাস সময় নিয়ে প্রস্তুতি নিতে হলে প্রতিদিন কয়েক ঘণ্টা করে সময় দিতে হবে। আমি এখানে চার সপ্তাহে ভাগ করে প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছি। বই গুলো কিনে নিতে পারলে এবং নিজে নিজে চেষ্টা করলে সহজেই আপনি ভাল একটা স্কোর পাবেন।
কি কি বই কিনবেন:
- কেম্ব্রিজ সিরিজের ৬-১১ বইগুলো।
- The Official Cambridge Guide to IELTS (Free Download করুন Your English School এখান থেকে)
প্রথম সপ্তাহে: The Official Cambridge Guide to IELTS বই টা কিনে ভাল করে পড়বেন। পাশাপাশি, www.ieltspossible.com এই ওয়েব সাইট থেকে স্পিকিং এর সব লেসন গুলো পড়ে শেষ করবেন। স্পিকিং এর সব লেসন গুলো পড়ে শেষ হলে রাইটিং নিয়ে সব পড়বেন।
দ্বিতীয়, তৃতীয় সপ্তাহেঃ প্রতিদিন দুইটা করে রিডিং টেস্ট এবং দুইটা করে লিসেনিং টেস্ট দিবেন কেমব্রিজ সিরিজের বই থেকে… ২টা করে টাস্ক ২ লিখবেন এবং ২টা করে টাস্ক ১ লিখবেন…৩০ মিনিট ভাল রাইটিং স্যাম্পল পড়বেন ইন্টারনেট থেকে এবং গুগলে খুঁজলেই ভাল স্যাম্পল পাবেন। পাশাপাশি ১ ঘণ্টা ইউটিউব থেকে ভাল ব্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনবেন এবং ৩০ মিনিট আয়নার সামনে অথবা নিজে নিজে বসে বসে কথা বিভিন্ন টপিকের উপর কথা বলবেন। প্রতিদিন ৬-৭ ঘণ্টা পড়বেন…
শেষ সপ্তাহেঃ প্রতিদিন একটা করে রিডিং টেস্ট এবং দুইটা করে লিসেনিং টেস্ট দিবেন কেমব্রিজ সিরিজের বই থেকে … ২টা করে টাস্ক ২ লিখবেন এবং ২টা করে টাস্ক ১ লিখবেন…৩০ মিনিট ভাল রাইটিং স্যাম্পল পড়বেন এবং ১ ঘণ্টা ইউটিউব থেকে ভাল ব্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনবেন এবং ৩০ মিনিট আয়নার সামনে বসে বসে কথা বলবেন। প্রতিদিনে ৫-৬ ঘণ্টা পড়বেন পাশাপাশি আপনি একঘণ্টাতে রিডিং এবং রাইটিং শেষ করা শিখবেন।
তিন থেকে ছয় মাস সময় থাকলে:
যাদের হাতে সময় আছে, তারা প্রস্তুতি শুরু করতে পারেন প্রি আইইএলটিএস দিয়ে। কিভাবে নিজে নিজে বই কিনে এবং চেষ্টা করে আইইএলটিএসের প্রস্তুতি নিতে পারবেন সেটা শেয়ার করবো… আমি দুই ভাগে ভাগ করে আলোচনা করবো… প্রথমে বলবো প্রি আইইএলটিএস নিয়ে মানে একটু ওয়ার্ম আপ করানো।
প্রি আই ই এল টি এস (১-৩ মাস): প্রথমেই একটা ভাল ইন্টারনেট কানেকশন নিয়ে রাখুন এবং একটা হেড ফোন যেটা দিয়ে আপনি শুনতে পারবেন। প্রথমেই Deepenglish লিখে গুগলে খুঁজলেই deepenglish.com ওয়েবসাইট পাবেন, তারপর হোমপেজে ফ্রি লেসনে ক্লিক করলে ফ্রি লেসন পাবেন। এখান থেকে ৩০মিনিট -১ ঘণ্টা একটা একটা করে লেসন শুনতে থাকেন এবং কয়েক সপ্তাহে সব শেষ করতে পারবেন। সাথে সাথে Readtheory নামে ওয়েব সাইট থেকে ১ ঘণ্টা করে রিডিং অনুশীলন করতে থাকবেন। এছাড়া ইউটিউব থেকে প্রতিদিন ২-৩ টা করে আইইএলটিএস স্পিকিং এর স্যাম্পল উত্তর শুনে যাবেন। সিরিয়াস হলে www.ieltspossible.com ফ্রি আইইএলটিএস এর ২০ টা ক্লাস দেখে ফেলবেন…এই প্রি আইইএলটিএস এর প্রস্তুতির পর আগের লেখা অনুসারে একমাসের প্রস্তুতির রুটিন আস্তে আস্তে দুই তিন মাসে শেষ করে ফেলুন।
এক বছর সময় থাকলে:
শেষ বর্ষে আছো, প্ল্যান পড়া শেষে আইএএলটিএস করবে! পড়া শেষে না করে এখন থেকে শুরু কর! কিভাবে? মাত্র কয়েক ঘণ্টা চেষ্টা করলে আইইএলটিএস এর পাশাপাশি তোমার জেনারেল ইংরেজি অনেক উন্নতি হবে। দয়া করে, পড়ার চাপে পারছি না, এটা বলবে না…মাত্র কয়েক ঘণ্টা… এ কয়েকঘন্টা সারাজীবনের ইংরেজির ভয় কাটিয়ে দিবে… তুমিই তোমার বড় সাহায্যকারী…
১। প্রথমে Official Cambridge guide to IELTS বইটা বুঝে বুঝে পড়বে। এরপর,
ক্যামব্রিজ সিরিজের (১-১২) বই থেকে প্রতি সপ্তাহে ২ টা করে Listening টেস্ট দাও! মাত্র ১ ঘণ্টা লাগবে ২ টা টেস্ট দিতে। এক সপ্তাহে এক ঘণ্টা পারবে না? তারপর ক্যামব্রিজ বই থেকে প্রতি সপ্তাহে ১টা রিডিং টেস্ট এবং ২টা রাইটিং লিখো প্রতি সপ্তাহে।
২। রাস্তাতে গাড়ি করে যাবার সময় যা দেখবে তা নিয়ে মনে মনে ইংরেজি তে বলার চেষ্টা করো।
যেমনঃ গাড়ি দেখলে বলবে It is a white car and very expensive to buy. Only rich people drive cars but general people suffer a lot. For example, Private cars pollute environment and create traffic congestion …
গ্রামার নিয়ে চিন্তা না করে মাথা কে ইংরেজি বলার জন্য রেডি করতে হবে। রাস্তাতে বিজ্ঞাপনের বাংলা লেখা নিজের মত ইংরেজিতে বল! ফোন এ গান না শুনে সহজ ইংরেজি কথো কপন শোনার চেষ্টা করতে হবে গাড়িতে বসে বসে অথবা ফ্রী সময়ে! মাঝে মাঝে নিজেকে নিয়ে কথা বলার চেষ্টা করতে হবে একা একা…
৩। ইংরেজি পড়ার জন্য ইউনি এর লাইব্রেরিতে গিয়ে আড্ডা মারতে মারতে পড়তে পারো ডেইলি স্টার অথবা কোন ইংরেজি খবরের কাগজ অথবা অন লাইন এ পড়তে পারো!
অর্থ না বুঝলে অভিধান থেকে দেখে নিবে।
৪। লেখার জন্য ভাল একটা গ্রামার বই পড়ে নিবে!
যেমনঃ “A COMPLETE PRACTICAL ENGLISH” By Kutub-E-Zahan অথবা Raymond Murphy এর বই! অথবা তোমার স্মার্ট ফোন থেকে একটা গ্রামার এর এপ্স খুঁজে সেটা থেকে প্রাকটিস শুরু করো। অনেক এপ্স আছে কিন্তু যেটা তোমার ভাল লাগে সেটা থেকে বেসিক জিনিস শিখে ফেল। গ্রামার শিখে ব্যাবহার না করতে পারলে হবে না…তাই ব্যাবহার করবে তোমার লেখাতে এবং পড়াতে…
Follow Me:
No comments:
Post a Comment