কথোপকথনে Tense- এর ব্যবহার::
ইংরেজিতে কথাবর্তা বলতে গেলে Tense-এর ১২টি ভাগ জানার দরকার নেই। তিন Indefinite Tense অর্থাৎ,
1) Present Indefinite,
2) Past Indefinite,
3) Future Indefinite এবং
এই চারটি ভাগ শতকরা ৮০ থেকে ৯০ ভাগ কথোপকথন সম্পন্ন করে।
1) Present Indefinite Tense:
বাংলা বাক্যে সাধারণ Form বা গঠন যেমন- করা, যাওয়া, আসা, খাওয়া ইত্যাদি বোঝালে এই Tense নির্দেশিত হয়। যেমন-
তুমি এখানে কিভাবে আসো?
How do you come here?
তোমার বন্ধু কখন তোমাকে ফোন করে?
When does your friend phone you?
2) Past Indefinite Tense:
বাংলা বাক্যের শেষে “ল” (তেছিল বাদে) বা ইয়াছে, ইয়াছ বা করতে, খাইতে, যাইতে ইত্যাদি থাকলে Past Indefinite Tense হয়। যেমন-
তুমি কখন এল?
When did you come?
সে কি খেয়েছে?
What did he eat?
ওপরের Tense-এ ‘ইয়াছ বা ইয়াছি’ দেখে অনেকে হয়ত ভাবছেন, এটা কি করে সম্ভব? আমরা জানি, ‘ইয়াছ বা ইয়াছি’ থাকে Present Perfect Tense নির্দেশ করতে। নিচের দুটি উদাহরণ লক্ষ্য করুনঃ
(১) তুমি কখন এসেছো? (২) তুমি কখন এলে?
Sentence দুটিতে বাংলা অর্থের কিছুটা তাত্ত্বিক পার্থক্য থাকলেও ব্যবহারিক বা বাস্তব অবস্থার তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ যে লোকটি সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে সে কিন্তু এসে গেছে। তাই এরূপ Sentence ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে Past Indefinite Tense এবং এটি শুধু Spoken English-এর সুবিধার জন্য ব্যবহার করা হয়।
3) Future Indefinite Tense:
বাংলা বাক্যের শেষে ‘ব’ থাকলেই এই Tense হয়। যেমন-
তুমি কখন আসবে?
When will you come?
সে আগামীকাল কখন ফোন করবে?
When will he phone tomorrow?
4) Present Perfect Tense:
কথোপকথনে এই Tenseটি নিচের দুটি Form-এ ব্যবহৃত হয়ঃ
(a) কত সময় ধরে কোনো কাজ চলছেঃ How long have/has.... Verb PP.
যেমন-
আপনি কতদিন ধরে ইংরেজি শিখছেন?
How long have you learnt English.
সে কতক্ষণ ধরে পড়ালেখা করছে?
How long has she studied?
(b) তুমি/সে কি কখনো কোনো কাজ করেছো/করেছে বুঝালেঃ Have you ever ..... Verb PP.
যেমন-
তুমি কি কখনো সিংহ দেখছ?
Have you ever seen lion?
তোমার আব্বা কি কখনো যুক্তরাষ্ট্রে গিয়েছেন?
Has your father ever beeen to the USA?
No comments:
Post a Comment